বাংলাদেশের সেরা আইটি ফার্ম - Best IT firm in Bangladesh

প্রিয় পাঠক, আপনি যদি একজন CST স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের আর্টিকেলটি আপনি সম্পূর্ণ সহকারে পড়েন তাহলে জানতে পারবেন বাংলাদেশের সেরা আইটি ফার্ম সম্পর্কে। যে আইটি ফার্মগুলোতে ইন্টার্নি করার সুযোগও রয়েছে। এবং আপনি যদি ভালো দক্ষতা অর্জন করতে পারেন তারা আপনাকে চাকরির অফার পর্যন্ত করে থাকবে।
Best IT firm in Bangladesh
চলুন দেরি না করে জেনে নেওয়া যাক বাংলাদেশের সেরা আইটি ফার্ম সম্পর্কে কোন আইটেম কোন ধরনের কাজ করে থাকে তাও এ আর্টিকেল এর মধ্যে জানব। বাংলাদেশের সেরা আইটি ফার্ম হল।
পোস্ট সূচিপত্র:বাংলাদেশের সেরা আইটি ফার্ম - Best IT firm in Bangladesh

বাংলাদেশের সেরা আইটি ফার্ম

বাংলাদেশের সেরা আইটি ফার্ম কোনটি এই প্রশ্ন আমাদের সকলের মনে কম বেশি এসে থাকে। আমরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ বা সার্ভিস নেওয়ার জন্য সেরা আইডি ফার্ম খুলে থাকে কিন্তু আমরা সেরা এবং বিশ্বস্ত আইটি ফার্ম খুঁজে পায় না অনেকেই আজকের এই আর্টিকেলটির মধ্যে বাংলাদেশের সেরা আইডি ফার্মগুলো নিয়ে আলোচনা করা হবে। যেগুলো বাংলাদেশকে দিনকে দিন বিশ্বের কাছে রিপ্লেসেন্ট করে যাচ্ছে।

যে আইডি ফার্মগুলো বাহিরের দেশগুলো থেকে বাংলাদেশে প্রচুর পরিমাণে রেমিটেন্স এর মাধ্যমে অর্থ নিয়ে আসছে। এবং তার পাশাপাশি বাংলাদেশেও তাদের আইটি প্রতিষ্ঠানে কর্মক্ষেত্র দিনকে দিন বেড়ে চলেছে। সে জন্য অবশ্যই আপনাকে জানতে হবে যে বাংলাদেশের সেরা আইডির নাম কোনগুলো ও কি কি এবং তারা কোন ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকে। আমরা অনেকেই জানি যে বাংলাদেশে অনেকগুলো হাইটেক পার্ক তৈরি করা হয়েছে।

যে হাইটেক পার্ক গুলোতে প্রতিটি ইউনিটে বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র এবং আইডির হামো তৈরি করা হয়েছে। যেখানে ট্রেনিং করে হাজার হাজার স্টুডেন্ট তাদের ভবিষ্যৎ গড়ে তুলছে তারা যে সকল সার্ভিস প্রোভাইড করে থাকে যেমন, ফ্রিল্যান্সিং, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ইন্ডাস্ট্রিয়াল প্রোভাইড, স্পোকেন ইংলিশ, বাহিরের বিভিন্ন ভাষা ও তারা শিখিয়ে থাকে।

এজন্য আপনাকে জানতে হবে যে বাংলাদেশের সেরা আইটি ফার্ম কোনটি কারণ আপনি যদি একবার জেনে যান তাহলে এটি আপনার অনেক কাজে আসবে সেজন্য এটি জানা অনেক জরুরী তো চলুন দেরি না করে জেনে নেওয়া যাক বাংলাদেশের সেরা আইটি ফার্ম কোনগুলো ও কি কি

Kazi It center Ltd.

যুক্তরাষ্ট্র ভিত্তিক বাংলাদেশের এই আইটি মাইক কাজী ২০০৯ সালে প্রতিষ্ঠিত করে এই আইটি সেন্টার দেশ ও দেশের বাহিরে তাদের ছয়টি অফিস রয়েছে। মূলত নট আমেরিকার ক্লায়েন্টদের আউটফোর্সিং করে থাকে Kazi it center Ltd. তাদের সার্ভিস গুলোর মধ্যে রয়েছে লিগা সার্ভিস, অ্যাডমিনিস্টার ডিটি, ই-কমার্স ইন্দিকেশন সহ আরো কিছু সার্ভিস, নর্থ আমেরিকার নিউইয়র্ক, লসা এঞ্জেলস, ও ডেলআছে অফিস পরিচালনা করে তারা।

দেশ এবং দেশের বাহিরে রয়েছে তাদের 1500 এরও বেশি কর্মী তারা সবচেয়ে ভালো অ্যাসেট ম্যানেজমেন্ট সার্ভিস দিতে দক্ষ তারা তাদের সকল ক্লায়িন দেশের বাহিরে হওয়ায় তাদের সকল আয় আসে রেমিটেন্স হিসেবে ২০১৮ সালে তাদের আয়ের পরিমাণ ছিল 100 মিলিয়নেরও বেশি অতি শীঘ্রই দেশের ক্লায়েন্টদের জন্য অপারেশন শুরু করতে যাচ্ছে Kazi it center তাই আশা করা যায় নিজ দেশেও সকল সার্ভিস দিয়ে দেশকে আরও রিপ্রেজেন্ট করে তুলবে তারা।

Tiger it.com

সরকারি এবং বেসরকারি কাজে নিজেদের শ্রেষ্ঠ প্রমাণ করার একটি আইটি প্রতিষ্ঠান হল Tiger it বাংলাদেশ দেশের প্রথম সারির একটি আইটি ফার্ম । চেয়ারম্যান জিয়াউর রহমান ২০০০ সালে প্রতিষ্ঠিত করে এই আইটি ফার্ম পার্শ্ববর্তী দেশ ভারত সহ আরো বিভিন্ন দেশে সার্ভিস দিয়ে থাকে আইটি ফার্মটি এর মধ্যে আমেরিকা, কানাডা,নাইজেরিয়া, নেপাল, আফগানিস্তান, প্রায় ৩০০ কর্মী নিয়ে তাদের আইটি ফার্মটি পরিচালনা করে তারা

বায়োমেট্রিক ইন্টিগ্রেশন যেমন ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশন, ফেস রিকর্মেশন সিস্টেম, আইস ক্যান বা রিকর্মেশন, এই সকল সার্ভিস দিয়ে থাকে বাংলাদেশের জাতীয় পরিচয় পত্র ফিঙ্গারপ্রিন্ট এবং আই রিকর্মেশন সার্ভিস গুলো তারাই প্রোভাইড করে থাকে। তাছাড়া দেশের বাইরে তাদের বায়োমেট্রিক ইন্টিগ্রেশন শুরু হয়েছে দেশের ভিতর প্রবেশকারী মায়ানমারের নাগরিকদের জন্য দেশে ডিজিটাল পাসপোর্ট এবং ডিজিটাল লাইসেন্স প্রসেস করার কাজটিও রয়েছে তাদের হাতেই

পাশাপাশি ভেকেন টেকনোলজি সার্ভিসও দিয়ে থাকে তারা এসব কার্যক কম ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর জন্য কিছু কাজ করছে Tiger it বাংলাদেশ। সে ক্ষেত্রে বলা যায় শীর্ষস্থান হিসেবে এটিও একটি বাংলাদেশের সেরা আইটি ফার্ম হিসেবে পরিচিত লাভ করেছে

Brain station 23

বাংলাদেশে একমাত্র এডপস এক্সপেরিয়েন্স ম্যানেজার সেবা প্রধান কারি একমাত্র প্রতিষ্ঠান হল Brain station 23। কো ফাউন্ডার বা সিও রাইসুল কোভির ২০০৬ সালে ওয়েব ডেভেলপমেন্ট ও ম্যানেজমেন্ট সিস্টেমের ও নিজেদের প্রতিষ্ঠা করার জন্য তৈরি করে এই আইডি ফার্মটি। বুয়েট থেকে EEE  নিয়ে পাশ করার পরে অন্যদের মতো দেশের বাইরে ছুটে যাননি নিচ থেকে কিছু করে বিশ্ব দরবারে তুলে ধরার তার এই উদ্যোগ

মাত্র কয়েকজন কর্মী নিয়ে শুরু করা আইটি ফার্মটি এখন প্রায় ৪০০ এরও বেশি কর্মী নিয়ে কাজ করছে। দেশের বাইরে তাদের কার্যকলাপ চলে জার্মানি ও নেদারল্যান্ডে অ্যাপ ডেভলপমেন্ট ব্যাংক সল্যুশন, এয়ারপোর্ট ইআরপি, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, বিজনেস ইন্টেলিজেন্ট, আগ মেন্টাল রিয়ালিটি, ভার্চুয়াল রিয়েলিটি সহ, বিভিন্ন সার্ভিসের সমাহার তাদের কাছে

দেশের বিভিন্ন স্বনামধন্য কোম্পানির পাশাপাশি বিদেশি কোম্পানিও রয়েছে তাদের কাছে এরমধ্যে উল্লেখযোগ্য কিছু প্রতিষ্ঠান হল, microsoft, amazon, গুগল ক্লাউড, ওরাকল সহ আরো কিছু প্রতিষ্ঠান পাশাপাশি সরকারি কাজও নিযুক্ত রেখেছে প্রতিষ্ঠানটি। কার্যক্রমের মধ্যে রয়েছে বিশাল কিছু সফলতা যেমন, বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড, ডেইলি স্টার বেস্ট আইসিটি প্রোভাইডার, বেসিক আউটসোর্সিং অ্যাওয়ার্ডসহ আরো অন্যান্য ন্যাশনাল পুরস্কার

আশা করা যায় পরবর্তী সময়ে দেশের সুনামধন্য কিছু আইটি প্রতিষ্ঠান এর সাথে সাথে তারাও তাল মিলিয়ে খুব ভালো হবে চলতে পারবে এবং এগিয়ে যাবে

BJIT

২০০১ সালে প্রতিষ্ঠিত জাপানের জাইন BJit বাংলাদেশের সেরা কিছু সনামধন্য আইডির মধ্যে এটিও একটি BJIT, বাংলাদেশের পাশাপাশি জাপান, সিঙ্গাপুর, আমেরিকা, এবং ফিনল্যান্ড এও তারা তাদের সার্ভিস প্রদান করে থাকে। চেয়ারম্যান কুনিটাকে আনলো ফাউন্ডার জিএম সাখাওয়াত আকবর এদের অকালন্ত পরিশ্রমে bJIT খুবই স্বনামধন্য একটি প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়েছে। শুধু বাংলাদেশের অফিসেই প্রায়ই তাদের কর্মী সংখ্যা 400 অধিক

তাদের বেশ কিছু সার্ভিস এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সার্ভিস হচ্ছে মোবাইল ওয়েব ডেভেলপমেন্ট, টেস্ট অষ্টমেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, ডিপ্লার্নিং, ব্লক চেন, ক্লাউড ইন্টারফেন সার্ভিস, আইআইটি সহ আরো বেশ কিছু সার্ভিস। বিশ্বের শ্রেষ্ঠ কিছু ইলেকট্রিক প্রস্তুতকারী ব্র্যান্ড LG, অটোমোবাইল ব্র্যান্ড, ও টেলিকম সহ আরো অনেকেই তাদের থেকে নিয়মিত সেবা নিয়ে থাকে। দেশের জনশক্তি কাজে লাগে বিশ্বমানের সেবা প্রদান করে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি

Data soft

১৯৯৮ সালে তৈরি হওয়া এই প্রতিষ্ঠানটি প্রথম সারির একটি প্রতিষ্ঠান যার নাম হল Data soft। বর্তমানে বাংলাদেশের এই প্রতিষ্ঠানটির সিও আজাদ চৌধুরী, ফাউন্ডার ম্যানেজার মাহমুদুজ্জামান মাহবুবজ্জামান দেশের প্রযুক্তি ও উন্নতির জন্য প্রতিষ্ঠা করে Data soft। বাংলাদেশ, জাপান, সিঙ্গাপুর, নেদারল্যান্ড এ তারা তাদের কার্যক্রম বা সার্ভিস প্রদান করে আসছে। ফিনান্সিয়াল ইকোসিস্টেম, ইআরপি স্মার্ট এন্টারপ্রাইজ, পোর্ট এন্ড লজিটেক সার্ভিস, ভার্চুয়াল রিয়েলিটিসহ আরো বেশ বড় বড় কিছু কাজ আছে তাদের কাছে

প্রায় ৬০০ এরও বেশি মানুষের কাজের জায়গা করেছে তারা । ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরে সমাজকামী কম্পিটিটার খুব কমই আছে।দেশের বৃহৎ আইটি ফ্রম গুলোর মধ্যে এদের সেবার প্রতিসর অনেক বড় তবে তাদের মতে তাদের আয় আসে দেশের বাইরে থেকে সবচেয়ে বেশি প্রায় ছয় হাজারেরও বেশি ক্লাইনদের সেবা প্রদান করে আসে তারা। তারা বেশ ভালো হবেই মার্কেটে র শীর্ষস্থান ধরে রেখেছে। এ জন্য বাংলাদেশের সেরা আইটি ফার্ম বলা হয়

Genuine Technology (GTR)

ইনফরমেশন টেকনোলজি নিয়ে কাজ করা বাংলাদেশের সফল প্রতিষ্ঠানের নাম হলো (GTR) প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করা হয় ২০০৫ সালে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হল জনাব মোহাম্মদ ফাইসাল। বর্তমানে তাদের কর্মী সংখ্যা প্রায় 450 জনের অধিক। ওরা কল্পিত কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে সেরা তারা। সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং অটো মেশিন টেকনোলজিতেও বেশ দক্ষ তারা পেরোল, একাউন্ট সলিউশন, ইন বেন্ডিং সফটওয়্যার,. প্রোডাকশন ম্যানেজমেন্ট, সেলস ম্যানেজমেন্ট এর সফটওয়্যার সলিউশন দিয়ে থাকে তারা

বেশ কিছুদিন ধরে গার্মেন্ট শিল্প কে প্রযুক্তি নির্ভর করতে কাজ করে যাচ্ছে তারা সফটওয়্যার এর পাশাপাশি বিভিন্ন হার্ডওয়ার ও সলিউশন দিয়ে থাকে এই আইটি ফার্মটি। প্লোর্টাল, প্লডার, প্লাটাল বায়োমেট্রিক ডিভাইসহ, আরো বেশ কিছু হার্ড ওয়ার।BASIS এ তথ্য মোতাবেক ৬০০ও বেশি ক্লাইন্টকে সেবা প্রদান করে আসে তারা। সকল সেবা দেওয়ার পাশাপাশি ব্যবসার ও পরিহার বাড়িয়ে নিয়েছে এই প্রতিষ্ঠানটি। এজন্য এই প্রতিষ্ঠান কেউ বাংলাদেশের সেরা আইটি ফার্ম বলা হয়

JoomShapre

বাংলাদেশের জমলা টেমপ্লেট বা ডেডিকেটেড কাজ করে থাকে JoomShapre । আধুনিক সকল টেমপ্লেট দিয়ে একটি ওয়েবসাইট তৈরি করার জন্য সবচেয়ে পরিচিত হলো জুম শেপার। বুটেক্স থেকে বেশি শেষ করার পরে সিও মোঃ কাউসার আহমেদ নিজেকে গড়ে তোলার জন্য ২০১০ সালে তৈরি করে বা প্রতিষ্ঠিত করে JoomShapre এই আইটি ফার্মটি। পেজ বিল্ডিং, টেমপ্লেট, এক্সটেনশন, হেলিক জুমলা টেমপ্লেট সহ, বেশকিছু সার্ভিস প্রদান করে থাকে এই প্রতিষ্ঠানটি।

তাছাড়াও ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ভিত্তিক কাজ করার জন্য কাজ শুরু করেছেন এই প্রতিষ্ঠানটি। ব্যক্তি পর্যায়ের থেকে এজেন্সি পর্যায় পর্যন্ত সার্ভিস দিয়ে থাকে জুম সেপার। ৫৯ ডলার থেকে ২৯৯ ডলার পর্যন্ত ৫ টি প্যাকেজ রয়েছে এই প্রতিষ্ঠানটির। প্রায় 2 লক্ষরও বেশি ইউজার রয়েছে তাদের অল্প কিছুদিনে নিজেদেরকে অনেক এগিয়ে নিয়ে আসে এই প্রতিষ্ঠানটি তাই বলা যায় বাংলাদেশের সেরা আইটি ফার্ম গুলোর মধ্যেও এটিও একটি।

আমাদের শেষ কথা:

অনেক সময় দেখা যায় যে ছেলে-মেয়েরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করার পরে ইন্টারনি করার জন্য দক্ষ এবং ভালো একটি প্রতিষ্ঠান খুঁজে থাকে। তারপরও তারা ভালো মানের প্রতিষ্ঠান খুঁজে পায় না বা আইটি ফার্ম খুঁজে পায় না তাদের জন্য আজকের এই আর্টিকেলটির মধ্যে তুলে ধরা হয়েছে বাংলাদেশের সেরা আইটি ফার্মগুলোকে যে আইডি ফার্মগুলোতে আপনি যদি ইন্টারনেট করতে পারেন।

তাহলে আপনার ভবিষ্যতে খুব ভালো পর্যায়ে একটি জব করতে পারবেন তার পাশাপাশি আপনি যদি তাদেরকে ভালো রকম পারফরমেন্স দিতে পারেন তারা তাদের কোম্পানিতে আপনার জবের অফার করে থাকবে। তাই আশা করি আপনি বুঝতে পেরেছেন যে বাংলাদেশের সেরা আইডি ফার্ম গুলো কোনগুলো ও কি কি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ফাইসাল ২৪ ওয়েবসাইটটির নীতিমালা মেনে কমেন্ট করুন প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url